রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৮ জন গ্রেপ্তার

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৬ পিস ইয়াবা, ১৭ গ্রাম হেরোইন, ৫ কেজি ২৪০ গ্রাম গাঁজা ও ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসব বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএম)

মন্তব্য করুন