সিদ্ধিরগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক হত্যায় মামলা 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:১৬
অ- অ+

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকার মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে মিলন (৩৬) নামের এক যুবকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে নিহত ওই যুবকের মা শহীতুন নেছা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, গতকাল গণপিটুনিতে যুবক হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে (২২ জানুয়ারি) দুপুরে একটি মোটরসাইকেলযোগে নিহত মিলন তার সহযোগী জনিসহ তিনজন আটিগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহানকে (দুবাই শাজাহান) দুটি রামদা নিয়ে হামলা করার চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা করে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে হাসপাতালে পাঠালেও সেখানকার কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে প্রতক্ষদর্শী ও স্থানীয় জনতা সঙ্গে কথা হয় ঢাকা টাইমসের প্রতিবেদকের তারা নিহত ওই ব্যক্তিকে ডাকাত দলের লিডার আখ্যা দিয়ে বলেন, সে আটিগ্রামসহ পুরো ওয়ার্ডজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সেখানকার বাসিন্দাদের বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা লুট করতো। এর আগে গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করা মিলন ও তার দলের সদস্যরা। পরবর্তীতে ২০ তারিখ রাতে তার দলের দুজন সদস্যকে পেয়ে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করে তারা।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা