মহেশপুরে অবৈধভাবে চলছে ২৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার, প্রশাসন নির্বিকার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:১১ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:২৪

ঝিনাইদহের মহেশপুরে ৩১টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে নবায়ন আছে মাত্র ৬টির। বাকি ২৫টিই চলছে অবৈধভাবে। এ বিষয়ে প্রশাসন নির্বিকার।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩১টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩টি প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। বাকি ২৮টির মধ্যে ৬টি প্রতিষ্ঠানের ২০২৩ সাল পর্যন্ত নবায়ন করা আছে। বাকি প্রতিষ্ঠানগুলোর ৩-৪ বছর ধরে কোনো নবায়ন নেই। তার পরও এসব প্রতিষ্ঠানের মালিকপক্ষরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতি বছর এ উপজেলার এসব ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু ঘটে থাকে। সে সময় প্রশাসনের পক্ষ থেকে সাময়িক অভিযান চালিয়ে আবার থেমে যায়। রহস্যজনক কারণে অনুমোদন ছাড়া এসব ক্লিনিক চলমান রয়েছে। নতুন সরকার গঠন হলে স্বাস্থ্য মন্ত্রণালায় থেকে কঠোর বার্তা দিলে প্রশাসন নড়েচড়ে বসে। কিন্তু মহেশপুর উপজেলায় এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার হেদায়েত বিন সেতুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান দেখভাল করে জেলা সিভিল সার্জন অফিস। এখানে আমাদের কোনো কিছু করার নেই। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার শুভ্র রানী দেবনাথের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মহেশপুর উপজেলায় ৩১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ৩টির কোনো কাগজপত্র নেই এবং ৬টির ২০২৩ সাল পর্যন্ত নবায়ন আছে। বাকি ২২টির ৪-৫ বছর ধরে কোনো নবায়ন নেই। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা ছাড়া নবায়নবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। আর যাদের মোটেই কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :