পিস্তলের ছবি পাঠিয়ে হিরো আলমকে গুলি করে মারার হুমকি

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

ফেসবুক ও ইউটিউবের ভাইরাল তারকা হিরো আলমকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে পিস্তলের ছবি পাঠিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে বিদেশি একটি নম্বর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় হিরো আলমকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘তুই সাবধানে থাকিস। কতটুকু লেখাপড়া করছোস, তুই আসিফ মাহাতাব স্যারকে নিয়ে বাজে মন্তব্য করলি যে।’

‘তুই আমার পরিচয় নিবে নে বল, আমি তোরে হুমকি দিচ্ছি। আমি তোরে মারমু এই দুই দিনের ভেতরে। তোর কোন বাপে ঠেকায় আমি দেখমু (….)। (……) পোয়া তুই শেষ। প্রকাশ্যে তোরে গুলি করমু (……)।’

শুক্রবার তথ্য জানিয়ে হিরো আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পোস্ট করেছেন। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হোয়াটসঅ্যাপে এই হত্যার হুমকি দেওয়া হয়।

এ প্রসঙ্গে হিরো আলম ঢাকা টাইমসকে বলেছেন, ‘আমার হোয়াটসঅ্যাপ নম্বরে রাত ৩টা ২০ মিনিটে অচেনা একটা নম্বর থেকে প্রথমে মেসেজ দেওয়া হয়। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।’

হিরো আলম জানান, ‘এরপর ৩টা ২৫ মিনিটে আবার মেসেজ দেয়। সেখানে লেখা হয়, তোর কতটুকু শক্তি আছে আমি দেখমু।এই মেসেজের তিন মিনিট পরেই একটা পিস্তলের ছবি পাঠানো হয়। সেখানে গালি দিয়ে লেখা হয়, ‘প্রকাশ্যে তোকে গুলি করমু।’

হোয়াটসঅ্যাপে মেসেজটি সম্পর্কে হিরো আলম জানান, ‘হিরো আলম তো সাধারণ মানুষের মতো চলাফেরা করে। সব জায়গায় যায়। তাকে মারা তো খুব সহজ ব্যাপার। আবার হুমকি দেওয়ার কী আছে?’

স্বঘোষিত এই হিরো আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। খুব শিগগির থানায় জিডি করব, সেটা রেডি করছি।তার দাবি, ‘আসিফ মাহতাবকে নিয়ে আমি কোথাও কোনো কথা বলিনি। বাজে মন্তব্যও করিনি।’

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :