সাকিবের সঙ্গে কথা বলতে সিলেট যাচ্ছে বিসিবির তদন্ত কমিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪০
অ- অ+

ভারত বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ পার করে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা হারে ক্ষত-বিক্ষত বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। বিশ্ব আসরের পর স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে তদন্ত করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে দায়িত্ব পান বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান।

তদন্তের সুবিধার্থে ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার এবং নির্বাচক প্যানেলের সদস্যদের ডেকেছে বিসিবি। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে এই কমিটিকে সময় দিতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এবার বাধ্য হয়ে সাকিবের সঙ্গে কথা বলতে তদন্ত কমিটি আগামীকাল (সোমবার) ছুটে যাচ্ছে সিলেটে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করলেন আকরাম খান।

তিনি বলেন, '৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সাথে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেবো। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে। কাল যাচ্ছি ওখানে এটার জন্য।'

বোর্ড সভায় নির্ধারিত হবে তদন্তের রিপোর্ট জানালেন আকরাম, 'আমাদের শুধু বিশ্বকাপের পারফরম্যান্স এনালাইসিস করতে দিয়েছে। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। সেটাই আমরা দেবো। যেসব নেতিবাচক দিল ছিল তা যেন ভবিষ্যতে না হয়। ইতিবাচক দিকগুলোও বলব। এরপর বোর্ড সিদ্ধান্ত দেবে কীভাবে আমরা এগোবো।'

আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে থেকে শেষ করেছিল বাংলাদেশ। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে অন্য যেকোনো সময়ের চেয়ে এই দলটাকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। বিশ্বকাপে শুরুটাও দুর্দান্ত ছিল টাইগারদের। আফগানিস্তানকে ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরে পা রাখে টাইগাররা।

কিন্তু এরপর যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। টানা ৬ হারে চোখে সর্ষে ফুল দেখছিলেন সাকিব-মুশফিকরা। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বেশ সমালোচনা হয়েছে দল নিয়ে। সবমিলিয়ে ৯ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৭ হারে আটে থেকে আসর শেষ করে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা