নেত্রকোণায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রী নিহত, আহত ৯

নেত্রকোণার কলমাকান্দায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবি আক্তার (২৬) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডুবিয়ারকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেবি আক্তার কলমাকান্দা উপজেলা সদরের মনতলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।
আহতরা হলেন- কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ (৪০), মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (২৪), নেত্রকোণার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার (৪৫), আমতলা গ্রামের সুজন (৩২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল (৪০), লামাগাঁও গ্রামের নবী নুরের স্ত্রী পারভীন (২৫) এবং তার ছেলে জিহান (৩)।
আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কলমাকান্দার ডুবিয়ারকোনা এলাকায় দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বেবি আক্তার মারা যান।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন