শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির অধঃপতন ঘটিয়েছে সরকার: মুফতি ফয়জুল করীম

সোহরাওয়ার্দী কলেজ প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৬
অ- অ+

সরকার দেশের শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতির অধঃপতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, এই অবৈধ সরকার দেশে শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার ঢুকিয়ে শিক্ষা এবং সংস্কৃতির অধঃপতন ঘটিয়ে দেশের ছাত্র সমাজকে মানসিকভাবে পঙ্গু করার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজ শাখা আয়োজিত ক্যাম্পাস সম্মেলন ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা বিস্ফোরণ হলে অবৈধ সরকারের নির্মম পতন হবে।

এই সময় তিনি দেশের জনগণ ও সচেতন শিক্ষার্থীদের শিক্ষাক্রম নিয়ে চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

শাখা সভাপতি ওবায়দুল্লাহ্ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান কবীরের পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও যারা বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় শুরা সদস্য সাইফ মুহাম্মদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শাখা দায়িত্বশীল এবং অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) কর্তৃক নব নির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা