ইরানের চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ইরানের ফজর চলচ্চিত্র উৎসবেও উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো ‘ফেরেশতে’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।
গত বৃহস্পতিবার পর্দা উঠেছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন ইরানের তেহরানের হলে সিনেমাটি প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। এ সময় উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান এবং অভিনেত্রী জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।
ইরানে জয়ার সিনেমার প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন দেশটিতে অবস্থানরত বাংলা ভাষাভাষিদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিনদেশে নিজ দেশের সিনেমা ও তারকাদের দেখতে পেয়ে উচ্ছ্বসিত তারা। কেউ কেউ আবার ভালো লাগার সেই অনুভূতি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ২০২২ সালে মাসা আমিনির হত্যাকাণ্ড ও গত বছর ইরানের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক ভালো সিনেমা কলাকুশলী অংশগ্রহণ করেননি ফজর চলচ্চিত্র উৎসবে। তবে এবার অংশ নিয়েছেন অনেকেই।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএম)

মন্তব্য করুন