চরাঞ্চলের জমি আবাদে আনতে কৃষক সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৫
অ- অ+

চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে ৩০টিরও অধিক চরাঞ্চল রয়েছে। এসব এলাকায় পদ্মা-মেঘনার ভাঙনের কারণে কোন স্থায়ী স্থাপনা টিকে থাকে না। ফসলি জমিগুলোর ক্ষেত্রে একই অবস্থা। চরাঞ্চলের এসব অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নে গোয়াল নগরে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, উৎপাদনের ক্ষেত্রে চরাঞ্চলের অনাবাদি জমিগুলোয় আবাদ করা গেলে আমাদের দেশের খাদ্যভাণ্ডার আরো স্বয়ংসম্পূর্ণ হবে। আসন্ন সংকটের ঝুঁকিতে আমরা খাদ্য সংকটের মুখোমুখি হব না, এ প্রত্যাশা করাই যায়। এসব জমিতে সবজি, ফলমূলসহ নানা ধরনের ফসল চাষ করা সম্ভব। এসব এলাকায় নতুন কৃষি উদ্যোক্তারা আনারস, লেবু, ফুল ও ফলের চাষাবাদ করলে সফল হতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

তারিখ: ০৩.০১.২০২৪খ্রি.

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা