মাংস ব্যবসায়ী হত্যার আসামি গ্রেপ্তার নিয়ে যা জানালো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৮

রাজশাহীর বাঘায় সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করায় ব্যবসায়ী মামুন হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে রবিবার মাদারীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, “ভুক্তভোগী মামুন ও গ্রেপ্তার মিজান এক সময় একসঙ্গে মাংসের ব্যবসা করতেন। তারা পরস্পরের আত্মীয় হন। গত ডিসেম্বর মাসে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান শুরু করলে সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি শুরু করেন মামুন। কিন্তু মিজান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করতেন। এ কারণে মিজানের দোকানে মাংস বিক্রি কম হতো। এই নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে ২০ জানুয়ারি মিজান মাংস কাটার ছুরি দিয়ে মামুনকে আঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যায় মিজান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, “ঢাকার শাহজাহানপুরে আরেক মাংস ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। পণ্যবাহী ট্রাকের চাঁদাবাজির ঘটনায় গতকাল ৬৩ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেও অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪০ জন চাঁদাবাজকে ধরা হয়েছে, যারা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করছ। ভোগ্যপণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “নির্ধারিত মূল্যে কোনো ব্যবসায়ী মাংস বিক্রি করলে কেউ যদি হুমকি দেয় র‌্যাব তাদের নিরাপত্তা দেবে।”

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :