ফুলশয্যার রাত শেষে সকালে মরিচ খেতে স্বামীর গলাকাটা মরদেহ

পটুয়াখালীর মহিপুরে ফুলশয্যার রাত শেষে সকালে মরিচ খেত থেকে ওমর আলী (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে মহিপুরের লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশে খবর দিলে সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
নিহত ওমর আলী তারা ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের শাহজাহান ফরাজীর ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের কন্যা রুকাইয়ার বিবাহ সম্পন্ন হয়। সোমবার কনের বাড়িতে বৌ-ভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজনসহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর আলী ঘর থেকে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ খেতে তার গলাকাটা মরদেহ দেখতে পেলে নিহতের পরিবারে খবর দেয়।
নববধূ রুকাইয়া বলেন, ‘ফজরের আজানের পর আমরা দুজনে একসঙ্গে ওজু করি। সে নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিল। পরে ৭টার দিকে শুনতে পাই তার গলাকাটা মরদেহ মরিচ খেতে পড়ে আছে।’
ওমর আলীর বাবা বলেন, ‘ফজর নামাজের সময় ছেলে ও বউকে পুকুর পাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচ খেতে আমার ছেলের মরদেহ পড়ে আছে।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটনসহ খুনিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন