চাঁদপুরে কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন অটোচালক 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৬
অ- অ+

চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে মো. শাহ আলম (৪৮) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির মৃত আইউব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল জানান, শাহ আলম অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিলেন। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে একটি কুকুর সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা