শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছেন: শামীম

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬

শেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শুক্রবার বিকালে শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শামীম বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরিতে কাজ শুরু করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশ্বকে চমকে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন করে দিচ্ছেন। তিনি জেলায় জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলছেন। শিক্ষাদানের মনোরম পরিবেশ নিশ্চিত করে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আগামীর আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যা যা করা প্রয়োজন তিনি তাই করছেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেই বলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নেই, অস্ত্রের মহড়া নেই, নেই সেশন জট।

বিএনপির সমালোচনা করে সাবেক এ উপমন্ত্রী বলেন, তাদের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল অস্ত্রের ঝনঝনানি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর শাপলা চত্বরে ছাত্রদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন ‘অস্ত্র নয় বই কাগজ-কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার।’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো শিক্ষাবান্ধব সরকার পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেন এনামুল হক শামীম।

তিনি বলেন, গত পাঁচ বছরে নড়িয়া-সখিপুরের সকল ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। সখিপুরে এমপিওভুক্ত ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন কমানো হয়েছে। পাশাপাশি সখিপুরের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন কমানো হবে।

ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এএম কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার ও চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যাসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :