জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’ যাচ্ছে অস্ট্রেলিয়ায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১
অ- অ+

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির এক সপ্তাহের মাথায় অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায় গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি), আর অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে আসছে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘পেয়ারার সুবাস’-এর পরিচালক নুরুল আলম আতিক। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় সিনেমাটির মুক্তির বিস্তারিত সময়সূচি www.bongozfilms.com নামক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। নানা জটিলতা পেরিয়ে শুটিং শেষ হয় ২০২০ সালে। এরপর মুক্তির ক্ষেত্রেও দেখা দেয় নানা জটিলতা। সেসব পেরিয়ে অবশেষে গত শুক্রবার প্রেক্ষাগৃহে ওঠে ‘পেয়ারার সুবাস’।

দেশে মুক্তির কয়েকদিন আগে নির্মাতা নুরুল আলম আতিক গণমাধ্যমকে জানান, এই সিনেমাটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। কারণ হিসেবে তিনি বলেন, ‘সিনেমাটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য।’ যদিও সেই বিষয়বস্তুটা ঠিক কেমন, তা তিনি পরিষ্কার করেননি।

সিনেমা সম্পর্কে পরিচালক বলেন, ‘আমরা তো তেমন গন্ধের সিনেমা দেখি না। পেয়ারার সুবাসে ঘ্রাণ হলেও ট্রিগার পয়েন্ট। এটা শরীরের ঘ্রাণ। সুগন্ধ হতে পারে আবার দুর্গন্ধও হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। ‘পেয়ারার সুবাস’ ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলোর অবস্থান দেখানো হয়েছে এতে।’

জয়া আহসান অভিনয় করেছেন এ সিনেমার প্রধান চরিত্রে। তিনি বলেন, ‘এটা একটা দুর্ধর্ষ সিনেমা। আতিক যে বিষয়টি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। আতিক সেই সাহস দেখিয়েছে।’

গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার হয়। এই সিনেমার বিভিন্ন চরিত্রে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, সদ্য প্রয়াত আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু ও মাহমুদ আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা