প্রেম গুঞ্জন অতীত, ভালোবাসা দিবস উপলক্ষে ফের একসঙ্গে ফারহান-তিশা

ছোটপর্দার জনপ্রিয় জুটি মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। কিছুদিন আগে জোরেশোরে গুঞ্জন ওঠে, পর্দার বাইরে বাস্তব জীবনেও রসায়নে মজেছেন ফারহান ও তিশা। প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।
এ নিয়ে মাতামাতি এবং জলঘোলা কম হয়নি। তবে সেসব আপাতত অতীত। প্রেম গুঞ্জনকে পাশ কাটিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ফের এক হলেন ফারহান ও তিশা। জুটি বেঁধেছেন নতুন একটি নাটকে। নাম ‘সেই তুমি’। যেটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।
নাটকটির টিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। সেখানে দেখা যাবে ফারহান ও তিশার প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এবং বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প। নির্মাতা জানান, ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প এটি।
ফারহান-তিশার ‘সেই তুমি’ প্রযোজনা করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানিয়েছেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। আপাতত সেই অপেক্ষায় ফারহান-তিশার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন