ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০
অ- অ+

পশ্চিম এশিয়ার অন্যতম বড় মুসলিম দেশ ইরানে হয়ে গেল ‘ফজল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪’। সেখানে ‘ফাতিমা’ সিনেমার জন্য পুরস্কৃত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পাশাপাশি পুরস্কৃত হয়েছে ‘ফাতিমা’ও।

দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ধ্রুব হাসান। তিনি বলেন, ‘আমাদের সিনেমা এবং ফারিণ পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।’

এদিকে অভিনেত্রী ফারিণও সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুখবরটি জানান। লেখেন, ‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেওয়া হয়েছে। যদিও উপস্থিত না থাকায় তিনি নিজ হাতে পুরস্কারটি নিতে পারেননি।

ফারিণ গণমাধ্যমকে বলেন, ‘নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও এক দিন থাকতে পারলাম না। পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষে পুরস্কারটি নিয়েছেন। এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরি বোর্ডকে ধন্যবাদ। তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্যও ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’

গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। শেষ হয়েছে রবিবার। সেখানে গত ৮ ফেব্রুয়ারি বিকালে ইস্টার্ন ভিস্তা (এশিয়ান-ইসলামিক দেশগুলোর জন্য নির্ধারিত) বিভাগে প্রদর্শিত হয় ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি।

মুক্তিযুদ্ধের সময়কার গল্পে ‘ফাতিমা’ নির্মাণ করেছেন ধ্রুব হাসান। এখানে ফারিণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ ও শাহেদ আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা