আট জেলায় নতুন এডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬
অ- অ+

আট জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে আট সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, রাঙামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সারকে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), সিলেট গোয়াইঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিককে রাজবাড়ীর এডিসি, বান্দরবানের আলীকদমের ইউএনও আতাউল গনি ওসমানীকে কক্সবাজার, মৌলভীবাজার কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান মামুনকে সিরাজগঞ্জ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিককে চাঁদপুর, কক্সবাজারের পেপুয়ার ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীকে বান্দরবান, মৌলভীবাজার জুড়ীর ইউএনও লূসিকান্ত হাজংকে বরিশাল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।

বিধি অনুযায়ী এই আট কর্মকর্তাকে নিজ অধিক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা