বইমেলায় নীলা কবীরের ‘কথা বলা লাউ’

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে নীলা কবীরের শিশুতোষ গল্পের বই ‘কথা বলা লাউ’। এতে নৈতিক শিক্ষামূলক তিনটি গল্প রয়েছে। সেগুলো হলো কথা বলা লাউ, কুৎসিত ময়ূর ও শেয়ালের বন্ধু বক।

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলানামার ২১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এটির মুদ্রিত দাম ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

এটি নীলা কবীরের দ্বিতীয় বই। তার প্রথম উপন্যাস ‘এই মেঘ, এই রোদ্র।’ এটিও পাঠকমহলে সাড়া ফেলেছিল।

নিজের নতুন বই সম্পর্কে নীলা কবীর বলেন, ‘কথা বলা লাউ’ বইয়ের গল্পগুলো নৈতিক শিক্ষামূলক। এই গল্প পাঠের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা লাভ করতে পারবে। বইটি শিশুদের মনের খোরাক জোগাবে।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :