ঢাকার আদালতে ইউটিউবার স্যান্ডি সাহার বিরুদ্ধে মামলা

কলকাতার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ, এম জুলফিকার হায়াতের আদালতে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ এনে মামলাটি করা হয়।
এর আগে গত ডিসেম্বরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে স্যান্ডি সাহার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেন মহিউদ্দিন।
সে সময় এ বিষয়ে মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি ফেসবুক স্ক্রল করছিলাম। এক পর্যায়ে দেখতে পাই প্রতি ১০ টি পোস্টের ৮ টি পোস্ট স্যান্ডি সাহা ও বিডি ইমরান নামে একজনকে ঘিরে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ক্রিয়েট করছে। সেসব কন্টেন্টে দেখতে পাই দুজন পুরুষের সম্পর্ক নিয়ে একটি ব্যাপার, ওটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আলোচনা করছে নানা ধরণের পোস্ট বানাচ্ছে। যেসব কন্টেন্টে খুবই ইমোশনাল মিউজিক ব্যবহার করা হয়েছে। কেউ বা লাইভে গালাগালি করছে, খুবই অশালীন ভাষায়। আমি চাই না এসব পোস্ট যেন আমার হোমপেইজে আসে।
ধর্মীয় অনুভূতিতে এসব আঘাত হানছে অভিযোগ করে মহিউদ্দিন বলেন, এসব বিকৃত যৌনাচার। আমি একজন মুসলিম। আমাদের মুসলিম, এসব কন্টেন্ট, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে। এসব যেন না করে কন্টেন্ট ক্রিয়েট করার সময় যেন সতর্ক থাকে।
রিয়েলিটি শো ‘এমটিভি রোডিস এক্সট্রিম-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন স্যান্ডি সাহার। ইউটিউব কনটেন্ট বানানোর পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ এবং টিভি নাটকেও কাজ করেন তিনি।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন