বোয়ালমারীতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিল বারাশিয়া সংঘ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়েছে পূর্ব বোয়ালমারী বারাশিয়া যুব সংঘ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর প্রাথমিক বিদ্যালয় ও রাজাপুর উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এম কামরুল হাসান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ রাজনৈতিক, শিক্ষা অনুরাগী মুরাদ শিকদার প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে মুরাদ শিকদার আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মেধাবী শিক্ষার্থীদের পড়লেখায় সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এছাড়া নির্বাচিত হলে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতিও দেন।

সম্মাননা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে নিজ অর্থায়নে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রেস্ট তুলে দেন মুরাদ শিকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামি ব্যাংক চিতার বাজার শাখার পরিচালক মো.গিয়াস উদ্দিন, চতুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য নুর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর মিয়া, মো. মুনছুর মোল্যা, ডা. নওশের মোল্যা, আয়ুব মোল্যা, রাজু মোল্যা, রাম নগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোরশেদ আলম লাভলু, রিয়াজ মিয়া,জাহিদ হাসানসহ বারাশিয়া যুব সংঘের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা