‘জাউরা গ্রুপ’সহ একাধিক কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
একইদিন রাতে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ ঢাকাটাইমসকে জানান, র্যাবের একাধিক অভিযানে রাজধানীর বিমানবন্দর, বানানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকা থেকে ০০৭ গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৩ জন গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে দেশিয়অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার দুপুরে উত্তরা র্যাব-১ কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এসএস/কেএম)
মন্তব্য করুন