সুরমা নদীর পানিতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

বন্ধুদের সঙ্গে সুরমা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওবায়দুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার নবীনগর এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর সুনামগঞ্জের সদর উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। সে সাঁতার জানতো না বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়,দুপুরে বন্ধুদের সঙ্গে সুরমা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে যায় ওবায়দুর। গোসল করার এক ফাঁকে ওবায়দুর পানিতে নিখোঁজ হয়। অনেক খোঁজা খোঁজির পর বন্ধুরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরুপম রায় থাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন