চট্টগ্রামকে হারিয়ে কোয়ালিফায়ারে তামিমের ফরচুন বরিশাল

এলিমিনেটর রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে স্বল্প রানে গুঁড়িয়ে দেয়ার পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ফরচুন বরিশাল। ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে তামিমের দল পা রেখেছে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ব্রাউন। জবাবে খেলতে নেমে ১৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
ছোট লক্ষ্য তাড়া করার ম্যাচে বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন দুই দেশি ক্রিকেটার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ২ রানেই সৌম্য সরকারের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ২ বলে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান সৌম্য।
সৌমের বিদায়ের পর ক্রিজে নামেন বিদেশি ক্রিকেটার কাইল মায়ার্স। ক্রিজে নেমেই চট্টগ্রামের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন তিনি। তাণ্ডব চালিযে ২৫ বলেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
তবে অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ২৬ বলে ৫০ রান করে বিলাল খানের বলে ইমরানুজ্জামানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
কাইল মায়ার্সের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বরিশাল দলের মূল আকর্ষণ ডেভিড মিলার। তামিমের সঙ্গে দিনি গড়েন ২২ রারেন জুটি। ১৩ বলে ২২ রান করে রোমারিও শেফার্ডের বলে ডিপ মিড উইকেটে জশ ব্রাউনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
তিনি ফিরে গেলেও জয় পেকে কোনো অসুবিধাই হয়নি বরিশালের্। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৩১ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। কাইল মায়ার্সের পর তিনিও আজ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
(ঢাকাটাইমস/২6 ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন