তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ৪ ‍যুবক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৯
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে চোরাই পথে আসা লক্ষাধিক টাকার বিক্রয় নিষিদ্ধ ভারতীয় মদের চালানসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের বালুচর থেকে বস্তাভর্তি ২শ ৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯), মোরশেদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) ও উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে লাউড়েরগড় বাজারে একটি দল ও যাদুকাটা নদীর পাড়ে অবস্থান নেয়। পরে মোদেরগাঁও বালুচরে এক সঙ্গে অভিযান চালিয়ে মদের চালানসহ চার যুবককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারী/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা