যুবকের পেট থেকে বের করা হলো ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক

শরিরের পেশিশক্তি বাড়াতে প্রতিদিন একটি করে কয়েন খেতেন। শুধু কয়েন নয়, নানা আকারের চুম্বকও গিলে খেয়েছেন। ২৬ বছর বয়সি যুবকের এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ওই যুবক এখন ভর্তি রয়েছেন। তার পেট থেকে এক, দুই ও পাঁচ রুপির মোট ৩৯টি কয়েন ও ৩৭টি নানা আকারের চুম্বক বের করেছেন চিকিৎসকরা।
গত ২০ দিন ধরে ভয়ানক বমি হচ্ছিল যুবকরে। সেই সঙ্গে পেটে তীব্র যন্ত্রণা। কিছু খেলেই গা গুলিয়ে বমি হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে। পেটের ব্যথা থাকতে না পেরে শেষে হাসপাতালে যান যুবক। আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটের ভেতরে ধাতব জাতীয় কিছু আছে। পরে চিকিৎসকরা যখন তারা বুঝতে পারেন, সেগুলো আসলে ধাতব মুদ্রা, দেরি না করেই এন্ডোস্কোপি করে সেগুলো বের করার সিদ্ধান্ত নেন।
হাসপাতালের গ্যাস্ট্রোএনটেরোলজিস্টরা বলছেন, ২৬ বছর বয়সি ওই যুবকের পেটে মারাত্মক ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। নিজেই জানান, কয়েন খেয়েছেন তিনি। চুম্বকও গিলেছেন। অস্ত্রোপচারের পর দেখা যায়, মোট ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছিলেন তিনি।
কিন্তু হঠাৎ করে কয়েন খাওয়ার শখ হল কেন? যুবক জানিয়েছেন তিনি বডি বিল্ডিং করেন। জিঙ্ক খেলে শরীরে পেশি বাড়বে, এটা তিনি জেনেছিলেন। তবে জিঙ্ক কোথায় পাবেন তা বুঝতে না পেরে, কয়েন খেতে শুরু করেন। সেই সঙ্গে চুম্বকও খেতে থাকেন। তারপর একদিন পেটে খুব যন্ত্রণা শুরু হয়। বমি হতে থাকে। তখন হাসপাতালে আসেন তিনি।
চিকিৎসকরা বলছেন, ধাতব নানা জিনিস, কয়েন, লোহার জিনিসপত্র গিলে ফেলার প্রবণতা সাধারণত মানসিক অবসাদ থেকে আসে। এই ধরনের রোগীদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন