ইউটিউব দেখে খতনার চর্চা, প্রতিবেশী কিশোরের হাতে শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭ | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪০
নিহত শিহাব (ছবি: সংগৃহীত)

ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে খতনার চর্চা করতে গিয়ে হামিম শেখ (১৭) নামে প্রতিবেশী কিশোরের হাতে শিহাব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত হামিম শেখ (১৭) হিজলা গ্রামের রমজান শেখের ছেলে। নিহত শিহাব ওই গ্রামের ফরহাদ শেখের ছেলে।

এই ঘটনার দুইঘণ্টা পর পার্শ্ববর্তী শিবপুর গ্রামে অভিযান চালিয়ে মামার বাড়ি থেকে হামিম শেখকে পুলিশ আটক করেছে।

ওই দিন রাতেই শিশু শিহাবের মা বাদী হয়ে হামিম শেখকে আসামি করে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শিশুর বাবা ফরহাদ শেখ জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু শিহাব। সন্ধ্যা হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজির একপর্যায়ে হামিমের ঘরের পাশে ভাঙাচোরা বাথরুমের মধ্যে শিহাবের হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। সেখান থেকে শিহাবকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এরপর অভিযুক্ত হামিমের ঘরের লেপের মধ্যে রক্তের চিহ্ন দেখতে পায়। এই সময় হত্যায় ব্যবহৃত রশি ও বিভিন্ন আলামতও জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, বুধবার সন্ধ্যার কিছু আগে শিশু শিহাব বাড়ির উঠানে খেলা করার সময় খাবারের লোভ দেখিয়ে হামিমের ঘরে নিয়ে যায়। পরে শিহাবের হাত-পা ও মুখ বেঁধে খতনা করার চেষ্টা করে। এতে শিশু সিয়াম মারা যায়। পরে ঘরের বাইরে ভাঙাচোরা বাথরুমে রেখে পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :