বেইলি রোডের আগুনে বান্ধবী হারালেন অভিনেত্রী নাদিয়া

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়ার বান্ধবী দোলা ও তার বোন।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন নাদিয়া। অভিনেত্রী লেখেন, ‘বেইলি রোডের আগুনে আমার বান্ধবী দোলা ও তার বোন ইন্তেকাল করেছে। আল্লাহ্ সকলের আত্মার শান্তি দিক আমিন।’
আরেক পোস্টে নাদিয়া লিখেছেন, ‘এ বছর আর চাঁদ রাতে আমাদের দেখা হবে নারে দোলা। এ ছবিটা যেখানে তুলেছিলাম আমরা বেইলি রোডে, কাল রাতে সেখানেই নিষ্ঠুর আগুনের গ্রাসে তোকে হারাতে হলো আমাদের। তোর হাসিমাখা সহজ সরল মুখটা বোন আজীবন আমাদের কাঁদাবে, অনেক ঘুমাতে ভালোবাসতি। আজকেও দেখলাম নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছিস। আল্লাহ তোদের পরিবারকে তোদের দুই বোনের এই মৃত্যু শোক সহ্য করার ধৈর্য্যশক্তি দিক, তোদের জান্নাতবাসী করুন, আমিন। আমাদের ক্ষমা করে দিস, তোদের বাঁচাতে পারলাম না।’
বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে সেই ভয়াবহ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/০১মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন