ভিসি বাংলোয় নবজাতকের মরদেহ ফেলে যাওয়া যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ২৩:২৪| আপডেট : ০১ মার্চ ২০২৪, ২৩:৩৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিসি বাংলো এলাকায় নবজাতকের মরদেহ ফেলে যাওয়া যুবকের পরিচয় মিলেছে। তার নাম মো. সুলতান (৩৫)। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদার থানার বসুকোট এলাকায়। বর্তমানে থাকেন রাজধানীর বনশ্রী এলাকায়।

ক্যাম্পাসের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাকে শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। বর্তমানে তিনি শাহবাগ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

জানা গেছে, ২৯ ফেব্রুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী মোসাম্মৎ খাদিজার একটি মৃত মেয়ে সন্তান হয়। পরে খাদিজার স্বামী মো. সুলতান মিয়া তার মেয়ের লাশ বুঝে পেয়ে গোপনে একটি চটের ব্যাগে ভরে ভিসির বাংলো এলাকায় রেখে আসে। পরে আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পুলিশকে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেটি পর্যবেক্ষণ করে সুলতানকে শনাক্ত ও আটক করা হয়।

(ঢাকাটাইমস/০১মার্চ/এএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা