বিপিএল শেষে কে কত টাকা প্রাইজমানি পেল?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ১২:০৬
অ- অ+

এক জয়ের পর টানা তিন ম্যাচ হারলেও শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে তামিমের ফরচুন বরিশাল। ফাইনালে কাইল মায়ার্স তাণ্ডবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলে তারা। এর আগে তিনবার ফাইনালে উঠলেও শিরোপা না পাওয়ার বেদনা ছিল বরিশালের। অবশেষে সেই ক্ষতে তারা প্রলেপ দিতে সক্ষম হলো।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের ট্রাফির শোকেসটা পাঁচে পাঁচ হয়নি। বরং বিপিএলের প্রথম শিরোপা ধরা দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশালের হাতে। দশম বিপিএলের ফাইনালে হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ফাইনালে এবারই প্রথম হারল।

এবারের বিপিএলে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ রান সংগ্রাহকের অ্যাওয়ার্ডও তামিমের হাতেই। সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন মোহাম্মদ নাইম শেখ। দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম পেলেন সর্বোচ্চ উইকেট শিকারের পুরষ্কার।

দলকে শিরোপার স্বাদ এনে দেয়ার দিনে মোট ৪৯২ রান করা তামিম ইকবাল রান সংগ্রাহকদের শীর্ষস্থানে। তামিম ইকবালের জাদুতে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল। সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

ফাইনালে বল হাতে সুনীল নারাইনের উইকেট শিকারের পর ব্যাটিংয়েও কাইল মায়ের্স ছিলেন উজ্জ্বল, ৩০ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এমন অলরাউন্ড পারফর্ম্যান্সের রাতে ফাইনাল সেরার পুরষ্কার ওঠল মায়ের্সের হাতে।

দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে পেয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পুরষ্কার ও প্রাইজমানি। আর টুর্নামেন্টের সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড জিতলেন দুর্দান্ত ঢাকার আরেক তারকা নাইম শেখ, নিয়েছেন মোট ৮ ক্যাচ। এই দুই জন ফাইনালে না থাকায় তাদের হয়ে পুরষ্কার গ্রহণ করেন রিশাদ হোসেন।

বিপিএল ২০২৪ এর পুরস্কারের তালিকা -

প্লেয়ার অব দ্য ফাইনাল : কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা), বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ – ৮ ক্যাচ (৩ লাখ টাকা), সর্বোচ্চ উইকেট শিকারি : শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা), সর্বোচ্চ রান সংগ্রাহক : তামিম ইকবাল - ৪৯২ রান (৫ লাখ টাকা), প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : তামিম ইকবাল - ৪৯২ রান (১০ লাখ টাকা), রানার্স-আপ টিম : কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা), চ্যাম্পিয়ন টিম : ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।

(ঢাকাটাইমস/০২মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ  
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা