শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত পাননি জায়েদ খান
![](/assets/news_photos/2024/03/02/image-345528.jpg)
ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। দেশের চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত এই সংগঠনের এই বনভোজনে দাওয়াত পাননি সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
শনিবার দুপুরে ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। নায়ক বলেন, ‘পিকনিকের কোনো দাওয়াত কার্ড আমাকে পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি।’
জায়েদ খান আরও বলেন, ‘গত দুই বছর ধরে এই কমিটি কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’
এ বিষয়ে জানতে একাধিকবার শিল্পী বর্তমান সাধাররণ সম্পাদক নিপুন আক্তারকে মুঠোফোনে একধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।
(ঢাকাটাইমস/০২মার্চ/এলএম/এমআর)
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন