বাজার কারসাজি ঠেকাতে নামছে র‌্যাবের গোয়েন্দা, প্রস্তুত হচ্ছে ডিএমপিও

লিটন মাহমুদ, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:০৮ | প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ০৯:২২

সারা বছর নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। রমজান মাস সামনে রেখে ক্রমেই অস্থির হয়ে উঠছে বাজার। চোখ রাঙাচ্ছে রোজায় চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলো। তবে রমজানে যেন দ্রব্যমূল্যের বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বলছেন, রমজানে প্রয়োজনীয় দ্রব্যগুলো কেউ যেন অবৈধভাবে মজুত এবং অযথা দাম বাড়াতে না পারে সেজন্য রোজার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালতও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘এগুলো নিয়ে টিম গঠন করা হচ্ছে। বর্তমানে পুলিশ সপ্তাহ চলছে, আর রোজার যেহেতু আরও কিছুদিন বাকি আছে, পুলিশ সপ্তাহ শেষেই এ ব্যাপারে কাজ শুরু করবে ডিএমপি।’

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে বলেন, ‘অনেক সিন্ডিকেট রমজানে পণ্য মজুদ করে, অনেকে কারণ ছাড়াই দাম বৃদ্ধি করে। এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য এরই মধ্যে র‌্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে কাজ শুরু করেছে।’

এছাড়া র‌্যাবের পক্ষ থেকে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি ও ভেজালবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হবে। মেয়াদোত্তীর্ণ ও বাসিপচা খাবারবিরোধী ভ্রাম্যমাণ অভিযান রমজান মাসজুড়ে পরিচালনা করা হবে।

এদিকে সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান, ‘রমজানে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কারো কারসাজির জন্য যাতে বাজারে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেজন্য পুলিশের কঠোর নজরদারি থাকবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেজন্য ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোজা শুরুর আগেই যাতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকে সে জন্য নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়েছে। পণ্য সরবরাহ চেনের ওপর নজর রাখা হবে।’

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ও অবৈধ মজুতদারদের তালিকা তৈরি করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধভাবে মজুতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট ভেঙে দিয়ে মূল্য স্বাভাবিক রাখতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩মার্চ/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

সোনার ধানের মায়ায় হাওরে নারী শ্রমে কৃষকের স্বস্তি

উপজেলা নির্বাচন নিয়ে কঠোর বার্তা দেবে আ. লীগ 

গরমে অতিষ্ঠ জনজীবন: চাহিদা বেড়েছে তরমুজের, ক্রেতা কম ডাবের

গাছ কাটার অপরাধে মামলা নেই 

কথায় কথায় মানুষ পেটানো এডিসি হারুন কোথায়? থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের তদন্ত কোথায় আটকে গেল?

মজুত ফুরালেই বাড়তি দামে বিক্রি হবে সয়াবিন তেল

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

উইমেন্স ওয়ার্ল্ড: স্পর্শকাতর ভিডিও পর্নোগ্রাফিতে গেছে কি না খুঁজছে পুলিশ

জাবির হলে স্বামীকে বেঁধে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণ, কোথায় আটকে আছে তদন্ত?

এই বিভাগের সব খবর

শিরোনাম :