শ্রীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ০৯:৫৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের নোমান গ্রুপের নাইস ফেব্রিক্স লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব হোসেন জানান, কারখানার ডাইং মেশিনের চিমনিতে বৈদ্যুতিক শর্ট শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবগত করার পর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসে। তবে ফায়ার সার্ভিসকর্মীরা আসার আগেই কারখানার অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে কারখানা কর্তৃপক্ষ নিজেরাই আগুন নেভাতে সক্ষম হয়।

নোমান গ্রুপের নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে নোমান নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনের চিমনিতে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ টিম কাজ শুরু করে। এর কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫২১
অপারেশন ডেভিল হান্ট: সাতক্ষীরায় বনদস্যুদের দুই সহযোগী আটক
ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা