নোয়াখালীতে নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধন

​​​​​​​নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১০:৪২
অ- অ+

মেঘনা নদীর ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভাঙন কবলিত তিন গ্রামের মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

রবিবার সকালে ভাঙন কবলিতদের উদ্যোগে মেঘনা পাড়ের সন্দ্বীপ ঘাটে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকছুমুল, চর আলাউদ্দিন চর আকরাম উদ্দিন গ্রামের অন্তত ১০ হাজার পরিবার বসতভিটা ফসলি জমি হারিয়েছেন ফসলি জমির পাশাপাশি বিলীন হয়েছে বাজার বিভিন্ন স্থাপনা। গত / মাসে ভাঙনের তীব্রতা বেড়েছে আরও কয়েকগুণ। বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে তিনটি গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার। আগামী বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বাড়ার শঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

বক্তারা আরও বলেন, ভাঙনের শিকার হয়ে মোহাম্মদপুর ইউনিয়নের এই তিন গ্রামের বেশির ভাগ মানুষ একাধিকবার নতুন জায়গায় আশ্রয় নিতে হয়েছে। নতুন করে আশ্রয় নেওয়া স্থানগুলোও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে তা মেঘনায় বিলীন হয়ে যেতে পারে। ইতোমধ্যে অনেকেই তাদের বসত ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বলেন জানান বক্তারা। ভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের জন্য তারা স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা