প্রথম টি-টোয়েন্টির আগে সিলেটে কঠোর অনুশীলনে বাংলাদেশ-শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১১:৪২

ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে পার্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। দীর্ঘ দেড় মাসের এই কর্মযজ্ঞ শেষ হতেই বাংলাদেশ জাতীয় দলের শুরু হলো আন্তর্জাতিক ব্যস্ততা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ২০২৪ সালের আন্তর্জাতিক ম্যাচ শুরু করবে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে গিয়েই শুরুতে উইকেট দেখেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এরপর শান্ত, বিজয়, নাঈম শেখরা কাজ করেন কোচের সঙ্গে। নতুন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে নেটে বোলিং করেন তাসকিন, শরিফুল, তানজিম সাকিবরা। একই মাঠে শনিবার (২ মার্চ) সকালে অনুশীলন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলও।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লঙ্কানদের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি। অনুশীলনের প্রথম দিন টাইগারদের কোচ লম্বা সময় কিউরেটর টমি হ্যামিংকে নিয়ে উইকেট পর্যবেক্ষণ করেন। সদ্য সমাপ্ত বিপিএলে এই মাঠে গড় স্কোর ছিল ১৩৮। আসন্ন সিরিজে ভালো উইকেটের প্রত্যাশাই করবেন হাথুরু। হোম কন্ডিশনের সুবিধা কীভাবে কাজে লাগানো যায় নিশ্চয়ই সেই পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন মাস্টার মাইন্ড।

তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর এবারের বিপিএলটা মোটেও ভালো যায়নি। দল ছিল তলানিতে। নিজের পারফরম্যান্সও ছিল না তেমন। ১২ ম্যাচে করেছেন মোটে ১৭৫ রান। তাই হেড কোচ অনুশীলনে লম্বা সময় দিলেন বাঁহাতি ব্যাটারকে। নিশ্চয়ই টোটকা দিয়েছেন আসন্ন সিরিজে ভালো করার। হেড কোচের পর পরামর্শ নিয়েছেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছ থেকেও। নাঈম শেখ, এনামুল বিজয়রাও ছিলেন এই ইংলিশের ক্লাসে।

নতুন বোলিং কোচ আন্দ্রে অ্যাডমসও যোগ দিয়েছেন দলের সঙ্গে। তাসকিন, শরিফুল, তানজিম সাকিবরা বোলিং করেছেন নতুন গুরুর সঙ্গে। বিপিএলে দারুণ সময় কাটানো শরিফুল আলাদাভাবে কথা বলেছেন কোচের সঙ্গে।

বিপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ডাক পাওয়া আলিস আল ইসলাম ইনজুরির কারণে ছিটকে গেছেন স্কোয়াড থেকে। তার পরিবর্তে জাতীয় দলে আবারো ডাক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিক।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :