টঙ্গী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আরএসবি গ্রুপের মতবিনিময়

গাজীপুরের টঙ্গী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আরএসবি গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন আরএসবি গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
কবি, লেখক ও সাংবাদিক মোহাম্মদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রেসক্লাবের সাবেক নির্বাচন কমিশনার এসএম মনির উদ্দিন, মোর্শেদ মোল্লা, সহ-সভাপতি শেখ মোহাম্মদ রোমান, আফজাল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকত, অমল ঘোষ, জাকির হোসেন, আনোয়ার হোসেন মাস্টার, পলাশ প্রধান, রফিকুল ইসলাম, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, তাওহিদুল ইসলাম, অলিদুর রহমান অলি, এসএম মনসুর মাসুদ, এমএসআই জুয়েল পাঠান, লুৎফুজ্জামান লিটন, নাইমুল হাসান, ইফতেখার রায়হান, জহিরুল আলম লিটন, ইউনুস মিয়া, তরিকুল ইসলাম তারেক, রাজিব হোসেন, তাওহীদুল কবির, বি এ রায়হান, মোস্তাকিম খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাংবাদিকগণ সবসময় জনমানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের লেখনীর মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে স্ব-স্ব গণমাধ্যমে তুলে ধরেন।
(ঢাকা টাইমস/০৩মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন