হঠাৎ বিশ্বজুড়ে ‘লগ আউট’ ফেসবুক

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।
মঙ্গলবার রাত নয়টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
এদিন রাত নয়টার পরপর গ্রাহকদের মোবাইল ও কম্পিউটার ডিভাইস থেকে ফেসবুক ও মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম আইডি লগ আউট হয়ে যায়। বারবার চেষ্টা করেও কেউই ফেসবুক ও মেসেঞ্জারে লগ ইন করতে পারেননি।
জুরাইনের বাসিন্দা নারী উদ্যোক্তা আশা ঢাকা টাইমসকে বলেন, হঠাৎ করে আমার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যায়। বার বার চেষ্টা করেও লগ ইন করা যাচ্ছে না।’
অন্যান্য মিডিয়া প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীরাও জানিয়েছেন তারা কেউ ফেসবুক ব্যবহার করতে পারছেন না। ঢাকা টাইমসের ইউরোপ প্রতিনিধিরাও সেখানকার জনগণের ফেসবুক ব্যবহার না করতে পারার তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। মেটার সার্ভারে ত্রুটির কারণে এমনটি হয়েছে।
পরে অবশ্য ঘণ্টা দেড়েক পর সচল হয় ফেসবুক।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএম/ইএস)

মন্তব্য করুন