১০ মে শুরু হচ্ছে ‘আমি মায়ের কাছে যাবো’ টেলিছবির শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৭:৫৯ | প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪, ১৭:৪৯

সহিদ রাহমানের 'মহামানবের দেশে' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ৯০ মিনিটের টেলিছবি 'আমি মায়ের কাছে যাবো'। আগামী ১০ মে শুরু হবে টেলিছবির দৃশ্যধারণের কাজ। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত এ সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন মো. রেজাউল হাসান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হন। জাতির জনক বঙ্গবন্ধুর সাথে কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলও নিহত হন। শেখ রাসেলের জীবনের ১০ বছর ও তার বেঁচে থাকার দিনগুলো দেখানো হবে ‘আমি মায়ের কাছে যাবো টেলিছবিতে।

বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে সিনেমাটির পরিচালকের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ।

স্বাক্ষর শেষে সিনেমার নির্মাতা বলেন, 'শেখ রাসেলের জীবন প্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে এই সিনেমায়। ৯০ মিনিটের টেলিছবিতে শেখ রাসেল ১ থেকে ১০ বছর অবধি সময়ে ৩ বয়সের ৩টি শিশুকে অভিনয়াংশে দেখা যাবে।'

সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন যারা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে: শাকিল আহমেদ, বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে: জ্যোতিকা জ্যোতি, শেখ রাসেল চরিত্রে: আরিয়ান দিহান, শেখ হাসিনা চরিত্রে: সাদিয়া আয়মান, শেখ কামাল চরিত্রে: তন্ময়, শেখ রেহানা চরিত্রে: আশনা হাবিব ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা চরিত্রে: ডলি জহুর। ভাবনা, শেখ জামাল চরিত্রে: শরীফ সিরাজ, শেখ রাসেলের গৃহশিক্ষিকা গীতালি চরিত্রে: তানজিকা আমিন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :