হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪, ১৩:৫৭| আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৪:০৭
অ- অ+

হবিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুস ছোবান (৬০)। তিনি লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস ছোবানের সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র বল্লম–টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে অস্ত্রের আঘাতে আব্দুস ছোবান ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মামলা করা হবে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা