মুক্তারপুরে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে কারখানার কর্মী দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮ টার পর মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক কারখানার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমিনুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
(ঢাকাটাইমস/০৭মার্চ/এসআইএস)

মন্তব্য করুন