শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ১৭:০৮
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে শিশু শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাহিদ মিয়াকে(২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

এর আগে শনিবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার শীসেল রেস্টুরেন্ট এলাকা থেকে নাহিদকে আটক করা হয়। সে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মণ্ডলপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী জানান, হতদরিদ্র ঘরের সন্তান ওই শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে পড়ে। তার বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছে। এ কারণে সে তার মা ও ভাইসহ নানার বাড়িতে বসবাস করে। জীবিকার তাগিদে এবং নাবালক সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভুক্তভোগীর মা ঢাকায় পোশাক শ্রমিকের চাকুরি নেয়। আর স্কুল ছাত্রী ও তার ভাই শ্রীবরদীর স্থানীয় একটি বিদ্যালয় লেখাপড়া করে। ২০২২ সালে ওই শিক্ষার্থী অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে যাতায়াতের সময় বখাটে নাহিদ মিয়া প্রতিদিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এজন্য ভিকটিমের মা তার পড়ালেখা বন্ধ করে দেয়। এক পর্যায়ে গত বছরের ২ মে রাতে ভিকটিমকে অজ্ঞাতনামা একজনকে দিয়ে নাহিদ ডেকে নিয়ে অপহরণ করে গাজীপুরে নিয়ে যায়। এরপর খুন জখমের ভয় দেখিয়ে কিছু ভুয়া কাগজপত্রে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীর স্বাক্ষর নেয়। তারপর থেকে ভিকটিমকে স্ত্রী পরিচয় দিয়ে অপরিচিত বাড়িতে ধর্ষণ করতে থাকে।

যার ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং ভিকটিমের উপর অমানবিক অত্যাচার করতে থাকে নাহিদ। অত্যাচারের এক পর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। এরপর একই বছরের ১৫ আগস্ট রাতে বখাটে নাহিদ স্কুল ছাত্রীকে ঢাকা থেকে শেরপুর নিয়ে আসে এবং ভোর বেলা অটোরিকশা ভাড়া করে ভিকটিমকে তার নানার বাড়ির সামনে মুখ ও হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে নাহিদ মিয়াকে আসামি করে ৯ অক্টোবর শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে নাহিদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী বলেন, পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তিনি নিজে এবং অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী ও সিনিয়র এএসপি রানা র‌্যাব-১ এর যৌথ অভিযানিক দল ৯ মার্চ রাতে ঢাকার উত্তরা পূর্ব এলাকার শীসেল রেস্টুরেন্ট পাশ থেকে নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামি নাহিদকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১০মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা