রমজান উপলক্ষে বামনায় মেসার্স মোল্লা মেডিসিনে ৮% ছাড়

বরগুনা জেলার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেসার্স ‘মোল্লা মেডিসিন কর্ণারে’ পবিত্র রমজান মাস উপলক্ষে সব ধরনের ওষুধে আট শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার রাতে মেসার্স মোল্লা মেডিসিন কর্ণারের প্রোপ্রাইটার মো. মাসুম বিল্লাহ এ ঘোষণা দেন।
মাসুম বিল্লাহ বলেন, পবিত্র রমজান উপলক্ষে সকল প্রকার ওষুধে ৮ শতাংশ ছাড়। এই অফার চলবে পুরো রমজান মাসব্যাপী।
তিনি আরও বলেন, নগদ টাকায় বিক্রির ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। তবে কেউ বাকি ওষুধ নিলে এই অফার পাবে না।
এই অফারের প্রশংসা করেছেন অনেকেই। তার মধ্যে সমির দাস বলেন, এদেশে দেখছি রমজান আসলেই সবকিছুর দাম বেড়ে যায়। সেখানে কোনো কিছু কমার অফার নিঃসন্দেহ ভালো কাজ। এমন মানসিকতা সকল ব্যবসায়ীদের হোক।
ঢাকাটাইমস/১১মার্চ/টিআই/ইএস

মন্তব্য করুন