গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২৪, ১৪:১৩

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি)- লাইফ স্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন অপারেশনাল প্লানের আওতায় উপজেলা পর্যায়ে হেপাটাইটিস, ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যানসার ও অন্যান্য রোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের জয়ধ্বনি সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আরিফুল হক চৌধুরী, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানসহ জেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কর্মী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৩ মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :