অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারীকে গ্রেপ্তার করল এটিইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১৩:৪৯

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন (২৬) চট্টগ্রামের জাকির হোসেনের ছেলে।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল সোমবার রাত ৮টা ১০ মিনিটে খিলখেত থানা এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জরুল হক তপু নামে এক ব্যক্তির হোয়াটস অ্যাপে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম ও ফুল টাইম চাকরির প্রস্তাব সম্বলিত একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় ভুক্তভোগী প্রতারকদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠান। এরপর প্রতারকেরা ভুক্তভোগীকে টেলিগ্রাম অ্যাপসের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকেরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বললে ভুক্তভোগী সরল বিশ্বাসে তাদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে সর্বমোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকেরা ভুক্তভোগীকে তাদের হোয়াটস্ অ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ডিএমপির ভাষানটেক থানায় একটি লিখিত অভিযোগ করলে মামলা রেকর্ড হয়। পরে আসামি গ্রেপ্তারের জন্য ভাষানটেক থানা অধিযাচনপত্র প্রেরণ করলে প্রেরিত পত্রের ভিত্তিতে এটিইউ আসামি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে।

প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি গ্রেপ্তাকৃত মোয়াজ্জেম হোসেনের। এ একাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :