কুবির বঙ্গবন্ধু হল পেল নতুন প্রাধ্যক্ষ

এমদাদুল হক, কুবি প্রতিনিধি
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ২২:৫৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হল।'

নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে আমি আবাসিক ছাত্রদের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করব। ডাইনিংয়ে মানসম্মত খাবার এবং হলে পড়ালেখার সুন্দর পরিবেশ সৃষ্টি ও বজায় রাখতে সচেষ্ট থাকব। দায়িত্ব পালনে আমি হলের সম্মানিত হাউজ টিউটর ও শিক্ষার্থীদের গঠনমূলক মতামত এবং সহযোগিতা প্রত্যাশা করছি।'

উল্লেখ্য, গত ৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার কুবি প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :