ঢাবি ছাত্র আকতারের দুটি কিডনিই বিকল, সহযোগিতার আহ্বান

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২১ মার্চ ২০২৪, ২১:২৭ | প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৬:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকতার আলীর দুটি কিডনি বিকল হয়ে গেছে। অবস্থায় তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রয়োজন।

জন্মের কয়েকমাস পরেই বাবাকে হারান আকতার। এরপর আকতারের মমতাময়ী মা আর বৃদ্ধ নানার সীমাহীন জীবন-সংগ্রাম শুরু হয়। মাত্র ২২ বছর বয়সে স্বামীহারা গৃহবধূ (আকতারের মা) তার জীবন দিয়ে আকতারকে আজ এতদূর পর্যন্ত এনেছেন। পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ঈর্ষণীয় ফলাফল নিয়ে বিবিএ এমবিএ শেষ করেছেন। তিনি ৪৪তম ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা দিয়ে বর্তমানে ফলের অপেক্ষায় আছেন। ক্যাম্পাসে অত্যন্ত বিনয়ী নম্র হিসেবেই তার পরিচিতি।

দুটি কিডনিই বিকল হওয়ায় আকতার বর্তমানে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়ালাইসিস শেষে তার কিডনি প্রতিস্থাপন আবশ্যক হয়ে পড়েছে।

তার মায়ের পক্ষে চিকিৎসার বিপুল অর্থের জোগান দেওয়া প্রায় অসম্ভব। এরূপ পরিস্থিতিতে আকতরের শুভাকাঙ্ক্ষীরা সবার সহযোগিতা চেয়েছেন।

সহায়তা পাঠানোর তথ্য:

১. মো. আকতার আলীর ডাচ্-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (এলিফ্যান্ট রোড শাখা): 1261050273342

. মো. আকতার আলীর ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার (নিউমার্কেট শাখা): 20501296700158107

রাউটিং নম্বর: 125263522

. মজিবুল ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিকাশ: 01953382092

নগদ/রকেট: 01707979439

. শফিউল ইসলাম সজন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

নগদ/বিকাশ/রকেট: 01521-111046

(ঢাকাটাইমস/২১মার্চ/এসকে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :