কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ২২:৩৯
অ- অ+

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হেনুল মিয়া (৩৬) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামে ঘটনা ঘটে।

নিহত হেনুল মিয়া বড়তলা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।

সূত্র জানায়,ঘটনার দিন হেনুল মিয়া তার নিজ বাড়ির উঠানে খামার থেকে হাঁসের বাচ্চা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোজাফফর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা বিদ্যুৎস্পৃষ্টে বড়তলা গ্রামের হেনুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই দুঃখজনক।

হেনুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা