চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৭:৫৭ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৪, ১৭:০৮

চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শুক্রবার বিকালে টেক্সটাইল মোড়ের ‘রংদা ইন্টারন্যাশনাল’ নামে একটি কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি বলেন, বিকাল ৪টায় আগুনের সূত্রপাত হয় বলে খবর পাই। এখন পর্যন্ত বায়েজিদ ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি টিম ঘটনাস্থলে কাজ করছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান। তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনি, তারপর বিস্তারিত জানাবো।

এ দিকে প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক জসিম উদ্দিন জানান, মেরিন সিটি মেডিকেল ও হাসপাতালের যে সাইনবোর্ড সেদিকে লক্ষ করলেই দেখা যাচ্ছে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো আকাশ। ধোঁয়ায় এলাকায় বিদ্ঘুটে পরিস্থিতির জন্ম দিয়েছে।

(ঢাকা টাইমস/২৯মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :