পাবনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, তিনটি ইটভাটায় জরিমানা

​​​​​​​পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ১১:২৮
অ- অ+

পাবনা সদরের চর আশুতোষপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক উপস্থিত ছিলেন।

অভিযানে মেসার্স এসআরএম ব্রিক্সকে ৩০ হাজার টাকা, মেসার্স এনএসবি ব্রিক্সকে ৩০ হাজার টাকা এবং মেসার্স এসআরবি ব্রিকসকে ৪০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটা তিনটির ড্রাম চিমনী ভেঙ্গে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পাবনার সহযোগিতায় পানি দিয়ে ভাটাগুলোর আগুন নিভিয়ে ফেলা হয়। পরে ইটভাটা মালিকদেরকে অবৈধ ইটভাটা বন্ধসহ পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এ্যাশ এবং লাইম ইট তৈরির নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন।

পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে৷ যে সকল ইটভাটা নিয়মনীতির বাইরে রয়েছেন তাদের দ্রুত নিয়মনীতির মধ্যে আসার আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা