পাকিস্তানের দলে আমির-ইমাদ, প্রথমবার ডাক পেলেন দুই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৭:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের জন্য মঙ্গলবার (৯ এপ্রিল) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দলে জায়গা পেয়েছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে নিষিদ্ধ ক্রিকেটার উসমান খানও প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন।

ওপেনার উসমান খান ছাড়াও প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান খান। আবরার আহমেদও আছেন স্কোয়াডে, যার এখনো পাকিস্তানের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।

গত মাসে অবসর ভেঙে ফেরা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার মোহাম্মদ আমিরের ফেরাটা অনেকটাই অনুমেয়ই ছিল। ইমাদ ৬৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে ৪৮৬ রান করেছেন, উইকেট নিয়েছেন ৬৫টি। ১২ মাস আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

আমির ২০২০ সালের আগস্টে সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন। ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও, ইনজুরি থেকে ফিরে দলে জায়গা করে নিয়েছেন নাসিম শাহ। পাকিস্তানের এই দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম।

নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের জন্য উইকেটকে দুষছেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান

ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি

বাংলাদেশ দলকে বিশেষ উপহার দিল আফগানিস্তান

সাকিব-তামিমদের ছাড়িয়ে যেতে ক্রিকেটারদের মানসিকতায় উন্নতি চান সালাউদ্দিন

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবি

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

নারী আইপিএলে ৫ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে মাঠ মাতাবেন যারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :