দিনাজপুরের পাঁচ উপজেলায় ঈদুল ফিতর উদযাপন

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১২:৩২ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৪, ১২:৩০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে আজ আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন পাঁচ উপজেলার প্রায় ৪০ হাজার মানুষ।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এই নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ গ্রহণ। এখানে নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার উপজেলায় প্রায় ১৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টার, সদরের নিউটাউন, ফুলতলা কাচারীর পেছনে ইসলামবাগ এলাকায় এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

এছাড়া চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা,কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম, ১৩ মাইল, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

প্রসঙ্গত, দিনাজপুরে ২০০৭ সাল থেকে অনেক উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় হচ্ছে। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।

তবে রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :